ভোটাধিকার রক্ষায় কোচবিহারে মহামিছিল

Must read

সংবাদদাতা, কোচবিহার : বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় বাংলাবিদ্বেষীদের বিরুদ্ধে মহাপ্রতিবাদ মিছিল হল কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে। চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে জমায়েত হন তৃণমূল কর্মীরা। এরপর মিছিলে পা মেলান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মহিলা তৃণমূল জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্রকুমার বৈদ্য, ছাত্রনেতা সায়নদীপ গোস্বামী প্রমুখ। সম্প্রতি পুলিশের অনুমতি ছাড়াই আন্তর্জাতিক স্থলবন্দরের রাস্তায় রাজনৈতিক সভা করে সঙ্কল্পযাত্রা করেছিল বিজেপি। তাতে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। তারই পাল্টা জবাব দিল মঙ্গলবার তৃণমূল। নীল-সাদা বেলুন ও দলের পতাকা ছয়লাপ ছিল তৃণমূলের মিছিল। উদয়ন বলেন, মেখলিগঞ্জে বেড়াতে এসেছিলেন বিজেপি নেতারা। তাঁদের সেই বেড়ানোর পাল্টা আজ কত লোক দলে দলে তৃণমূলের পক্ষ থেকে পথে নেমেছে তা দেখুক বিজেপি। বিজেপি যেখানে মিছিল করবে তার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা পাল্টা মিছিল করে দেখিয়ে দেব বিজেপির পায়ের তলায় মাটি নেই। অভিজিৎ বলেন, যেভাবে কাজ করেছেন তাতে ৯৮ শতাংশ কাজ হয়ে গিয়েছে। প্রতিটি ভোটারের অস্তিত্ব আছে। তাঁরা কেউ রোহিঙ্গা নন, তাঁরা বাংলাদেশ থেকেও আসেনি। বাজনার তালে তালে পতাকা নাচতে দেখা যায় উচ্ছ্বসিত কর্মীদের। তৃণমূলের দাবি, সভায় রেকর্ড ভিড় হয়েছে।

আরও পড়ুন-বিধানসভা নির্বাচনের পরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর, ১৭-১৮ ডিসেম্বর শিল্প সম্মেলন রাজ্যে

Latest article