বহরমপুরে পৌঁছলেন, কাল গাজোলে সভা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : মঙ্গলবার বিকেলে বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। আগামী কাল মালদহের গাজোলে তাঁর জনসভা রয়েছে। পরদিন ৪ তারিখ বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল চারটের কিছু পরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছয় বহরমপুরের ব্যারাক স্কোয়্যারে। সেখানে তাঁকে স্বাগত জানাতে মাঠে হাজির ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার কুমার সানি রাজ, ছিলেন বহরমপুর ও জঙ্গিপুর তৃণমূলের দুই সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ও খলিলুর রহমান, আইএনটিটিইউসি-রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী-সমর্থকেরা। জননেত্রীকে দেখতে ব্যারাক স্কোয়্যারের মাঠে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীও সকলকে অভিবাদন জানান।

আরও পড়ুন-শুরু হচ্ছে মুড়িগঙ্গা নদীর উপর নয়া গঙ্গাসাগর সেতুর কাজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Latest article