প্রতিবেদন: একেই অপরিকল্পিত এসআইআর। তার উপর আবার বিজেপিকে নোংরা রাজনীতি করার সুবিধা করে দিতে ক্রমাগত ভুলভ্রান্তি ছড়াচ্ছে কমিশন। ২৪ ঘণ্টা আগেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, বাংলার ২২০৮ বুথে কোনও মৃত ভোটার নেই। কিন্তু একরাতের মধ্যেই ভোজবাজির মতো পাল্টি খেয়ে কমিশন জানাল, সংখ্যাটা নাকি মাত্র ৪৮০! বিজেপির সার্টিফায়েড ‘তাঁবেদার’ কমিশনের এই চূড়ান্ত হঠকারিতার তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-এসআইআর আলোচনায় বাধ্য হল কেন্দ্র
বিজেপির ‘শাখা সংগঠন’ হিসেবে কমিশনের এই বালখিল্যতাকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, জাতীয় নির্বাচন কমিশন ছেলেখেলা করছেন নাকি? ইয়ার্কি মারছেন? বিজেপির হাতে তামাক খেতে গিয়ে এক-একবার এক-একরকম কথা বলছেন! এর চেয়ে বরং নিজেদের নামের তলায় আরেকটা ফলক জুড়ে তাতে লিখে দিন, এটি ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন! তৃণমূল মুখপাত্র আরও বলেন, প্রথম থেকেই তৃণমূলের অবস্থান স্পষ্ট। আমরা একটাও ভুয়ো ভোটারকে অ্যালাউ করছি না। আবার একটা বৈধ ভোটারকে বাদ দেওয়ার কনস্পিরেসিকেও অ্যালাউ করছি না। কমিশন প্রথমে বললেন, ২ হাজার বুথে মৃত ভোটার নেই। তারপর বললেন, ওটা ৪০০! মানে কী? তাহলে ২ হাজার বুথের হিসেবটা আপনারা কোত্থেকে পেলেন?

