নয়াদিল্লি: অবৈধভাবে ভারতে বসবাস করা অনুপ্রবেশকারীদের ইস্যুতে কড়া অবস্থান গ্রহণ করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের লাল কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? এদেশে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন৷ তাঁদের সন্ধানের দাবি তুলে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলার প্রসঙ্গেই মঙ্গলবার এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি৷
আরও পড়ুন-বোর্ডের অনুরোধে হাজারে ট্রফিতে খেলবেন বিরাট
এখানেই না থেমে উনি আরও বলেন, ভারত সরকার কি কোনওদিন রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? অনুপ্রবেশকারীদের কেন এদেশের ভিতরে রেখে দিতে হবে? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি৷ এই প্রসঙ্গেই তাঁর পর্যবেক্ষণ, আপনি সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলেন। খাবার, আশ্রয়, শিশুদের শিক্ষার অধিকার পেলেন। আপনি চান, এভাবে আইন নমনীয় করা হোক? আমাদের গরিব শিশুরা কি সুবিধা পেতে পারে না? মামলাকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি জানান, কেউ অনুপ্রবেশকারী হলেও তাঁদের এভাবে বাইরে পাঠানো যায় না। রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, জনস্বার্থ মামলাকারীর সঙ্গে রোহিঙ্গাদের কোনও সম্পর্কই নেই। অথচ তিনি এই মামলা করছেন। আগামী ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি।

