সংবাদদাতা, নদিয়া : শীতের শুরুতেই অগ্রহায়ণের মধ্য লগ্নে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমন্বয়ে মহাসমারোহে মায়াপুরের ইসকনের চন্দ্রোদয় মন্দিরে পালিত হচ্ছে ৭ দিনের গীতা জন্মজয়ন্তী উৎসব। দেশিবিদেশি হাজার হাজার ভক্তোর উপস্থিতিতে একদিকে চলছে গীতাপাঠ, অন্যদিকে শান্তিযজ্ঞ। জগতের মঙ্গল কামনায় প্রতি বছর এই উৎসবের আয়োজন করেন মায়াপুরের ইসকন কর্তৃপক্ষ।
তবে এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ইসকন। আগত ভক্তদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সম্পূর্ণ মন্দির সেজেছে আলোকসজ্জায়। নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীদের সংখ্যাও। ভক্তদের সমৃদ্ধি, শান্তির পাশাপাশি জগতের মঙ্গল কামনায় মহাসমারেহে অনুষ্ঠিত হয় এই উৎসব। এ প্রসঙ্গে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের কথায়, প্রত্যেকের হৃদয়ে গীতাকে উদ্ভাসিত করার জন্য এই অনুষ্ঠান। মহাভারতের কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের বাণী এই গীতা। সেই ঐতিহ্য মেনেই পালিত হচ্ছে গীতার জন্মজয়ন্তী উৎসব।

