বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা মনে করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে ।

Must read

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে । বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁদের সকলকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফে শারীরিক প্রতিবন্ধীদের সমাজের সব সুবিধা দিতে যে সকল প্রকল্প রয়েছে আরও একবার সেই কথা মনে করিয়ে দিলেন।

আরও পড়ুন-১০০ বিশ্বকাপ জিতুক ভারত, হার্দিকের শহরে খোলামেলা ধোনি

তিনি লেখেন, ”এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে, আমরা আরও উন্নত মানের সমাজ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের সরকার জন্ম থেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার জন্য সবরকম প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরো মজবুত করেছে। এর জন্য আমরা নবজাতক শিশু যাদের স্বাভাবিক বৃদ্ধি দেরিতে হচ্ছে বা জন্মগত ত্রুটি রয়েছে তাদের স্ক্রিনিং করছি। এছাড়াও আমরা তাদের জন্য বিশেষ স্কুল পরিচালনা করি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমস্ত স্কুলে বিশেষ শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং তাদের দক্ষতা তুলে ধরার চেষ্টা করি যাতে তারা একটি উপযুক্ত জীবিকা অর্জন করতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের মাধ্যমে, আমরা নিশ্চিত করেছি যে প্রতিবন্ধীরা যেন মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে।”

তিনি আরও লেখেন, ”৪০ শতাংশ বা তার বেশি শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে সরকারের স্কিমের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি পেনশন পাবেন সেই ব্যবস্থাও করা হয়েছে৷ এর ফলে রাজ্যের ২ লক্ষ প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন৷ ২০১৮ সালে এই স্কিমের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।” এরপরেই তিনি বলেন, ”আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তোলার চেষ্টা করি যেখানে প্রতিটি ব্যক্তি, তাদের পরিস্থিতি নির্বিশেষে, সমান সুযোগ এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে। জয় হিন্দ। জয় বাংলা।”

Latest article