“আমরা ওয়াকফ আইন তৈরি করিনি। বিজেপি সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“ বুধবার, মালদহের গাজোলের জনসভা থেকে ওয়াকফ আইন নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)।
ওয়াকফ আইনের বিরোধিতায় আগে উত্তপ্ত হয়েছিল মালদহ। এদিন সেই জেলার গাজোলের সভা থেকে এই আইন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। ওয়াকফ আইন কেন্দ্রের মোদি সরকার করেছে বলে জানান তিনি। বলেন, “আমরা ওয়াকফ আইন তৈরি করিনি। বিজেপি সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“
আরও পড়ুন- বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার
বাংলার সাম্প্রদায়িক সম্প্রতির কথা মনে করিয়ে জলসভা থেকে মমতা বলেন, “কোনও সাম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভাজন নিয়ে করছে। ওয়াকফ প্রপার্টি কেন্দ্র আইন করেছে বিজেপি। রাজ্য করেনি। আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি। আমি যতদিন আছি এই সব জায়গায় হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমি সব ধর্মকে ভালবাসি।“ মুখ্যমন্ত্রী জানান, শুধু ওয়াকফ নয়, রাজ্যে কোনও ধর্মীয় স্থানে হাত তিনি দিতে দেবেন না।

