গঙ্গা-ভাঙন রোধে ২০০ কোটি দিয়েছে রাজ্য, কেন্দ্র কিছুই করেনি: তোপ মুখ্যমন্ত্রীর

Must read

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি সরকার। বুধবার মালদহের গাজোলের সভা থেকে মোদি সরকারকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। কেন্দ্রকে নিশানায় তিনি বলেন, ফরাক্কায় ড্রেজিং হয় না। গঙ্গার গ্রাসে একের পর এক জনপদ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের সরকারের। গঙ্গাভাঙন রোধে কোনও কাজ করেনি কেন্দ্র। যেটুকু করেছে রাজ্য সরকার। ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) বলেন, কেন্দ্রকে বহুবার বলেছি‌। কিন্তু কেন্দ্রের তরফে ফরাক্কায় ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়নি। ফলে মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙন আজ সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য ২০০ কোটি টাকা দিয়েছে। সেই টাকায় যেটুকু কাজ হয়েছে।

আরও পড়ুন- বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গঙ্গা আমাদের হাতে নেই। গঙ্গার ভাঙন রোধ কেন্দ্রের হাতে। কেন্দ্র মালদহ ও মুর্শিদাবাদের ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেয়নি। ফরাক্কার ব্যারাজে দীর্ঘ সময় ধরে পলি জমে নাব্যতা হারিয়েছে। কিন্তু কেন্দ্র যথারীতি নিশ্চুপ। মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্য তার সীমিত ক্ষমতার মধ্যে এককভাবে কাজ করছে। ভাঙনে দুর্গতদের পাশে রাজ্য সরকার বরাবর আছে। এদিন গাজোলের মাটিতে দাঁড়িয়ে আরও একবার সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মালদহের ভুতনি, রতুয়া, গাজোল, ইংরেজবাজার-সহ একাধিক জায়গার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন। বিস্তীর্ণ এলাকার জমি, ঘর বাড়ি, জনপদ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভিটেমাটি, জমি হারিয়েছেন সাধারণ মানুষজন। বহু পরিবার সর্বহারা। এই ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান জরুরি।

Latest article