সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার, এই রায়ের পরেই বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ডিভিশন বেঞ্চ জানায়, ৯ বছর ধরে চাকরি করাক পরে এখন চাকরি গেলে বিরূপ প্রভাব পড়বে। হাইকোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”
চাকরি বহালের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “বিচারকে শ্রদ্ধা করি। হাইকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমি খুশি আমার ভাই বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি। বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, চাকরি বাতিল করা কাজ নয়। তাঁর কথায়, ”কথায় কথায় আদালতে গিয়ে চাকরি খেয়ে নেওয়ার বিষয়টা ঠিক নয়। আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।” এর আগে বারবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্য সরকারি দিলেই সেটা আটকাতে কোর্টে ছোটেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।”
মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার জানিয়ে দেন, “রাজ্যের সরকারের কাজ চাকরি দেওয়া, চাকরি খেয়ে নেওয়া নয়।” তাঁর বক্তব্য, “কথায় কথায় আদালতে গিয়ে চাকরি বাতিলের দাবি তোলা কোনওভাবে মানবিক নয়।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আদালত আজ যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তা সমাজের স্বার্থেই জরুরি।” তিনি দাবি করেন, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি রক্ষা হওয়ায় হাজারো পরিবারের মুখে হাসি ফিরবে।

