সংবাদদাতা, কোচবিহার : এসআইআরের (SIR) কারণে একই দিনে দুটি মর্মান্তিক খবর। আতঙ্কে আত্মহত্যা মহিলার এবং অসুস্থ এক বিএলও। আত্মহত্যার ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত লাগোয়া বালাভূত এলাকায়। মৃতের নাম হাসিনা বিবি। বুধবার দুপুরে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, আধার কার্ডে নাম আছে হাসিনা বিবি এবং ভোটার কার্ডে নাম আছে হাসিনা রিবি। দুই পরিচয়পত্রে দু’রকম নামের বানান থাকায় আতঙ্কে (SIR) ভুগছিলেন হাসিনা বিবি। বারে বারেই বলতেন ভিটে-মাটি হারাতে হবে না তো? প্রতিবেশীদেরও একই বিষয়ে জিজ্ঞেস করতেন হাসিনা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বুধবার বাড়িতে কেউ ছিল না, তখনই গলায় দড়ি দেন। পরিবারের লোকজনের দাবি দু-জায়গায় দু-রকম নাম থাকায় বেশ কিছুদিন থেকে চিন্তায় ছিলেন তিনি। বুধবার দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিনই মৃতের বাড়িতে যান জেলাসভাপতি অভিজিৎ দে ভৌমিক। পরিবারের পাশে থাকার কথা দেন। অভিজিৎ দে ভৌমিক বলেন, কমিশনের হঠকারী সিদ্ধান্তে মর্মান্তিক ঘটনা ঘটছে। কতগুলো প্রাণ চলে গেল! কবে ব্যবস্থা নেওয়া হবে? এদিকে, হাওড়ায় এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে জোর করে বিএলও হিসেবে কাজ করাচ্ছে কমিশন। অভিযোগ, ওই প্রাথমিক শিক্ষক ৫০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী।
আরও পড়ুন- ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ৭ মাওবাদী, শহিদ দুই জওয়ান

