এসআইআর: মোদির মুখোশ খুলতে প্রস্তুত তৃণমূল

সরকারের এই সিদ্ধান্তের পরেই দুটি ইস্যুতে মোদি সরকারের মুখোশ খুলে দেওয়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷

Must read

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের চাপের কাছে নতিস্বীকার করে মোদি সরকার জানিয়েছে আগামী মঙ্গলবার লোকসভায় এসআইআর (SIR) নিয়ে আলোচনা করা হবে৷ ১০ ঘন্টা ধরে হবে এই আলোচনা৷ বুধবার রাজ্যসভায় হবে এই বিষয় নিয়ে আলোচনা৷ এর আগে বন্দে মাতরম্ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে হবে বিশেষ আলোচনা৷

আরও পড়ুন-এসআইআর ও দিদির দূত, পর্যালোচনায় মন্ত্রীর বার্তা আগামী ১ মাস সতর্ক থাকুন

সরকারের এই সিদ্ধান্তের পরেই দুটি ইস্যুতে মোদি সরকারের মুখোশ খুলে দেওয়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের তরফে রাজ্যসভায় বন্দে মাতরম্ প্রসঙ্গে বক্তব্য রাখবেন সুখেন্দুশেখর রায়৷ সংসদের উচ্চকক্ষে এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দুই বক্তা হবেন দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ লোকসভায় বন্দে মাতরম্ এবং সার ইস্যুতে কোন কোন সাংসদ বক্তব্য রাখবেন, তা স্থির করবে দলের শীর্ষ নেতৃত্ব৷ প্রত্যেক তৃণমূল সাংসদই বাংলায় তাঁদের বক্তব্য পেশ করবেন। জানাবেন কীভাবে দিনের পর দিন ধরে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে চলেছে৷

Latest article