প্যারিস, ২ জানুয়ারি : বিশ্বের এক নম্বর ফুটবলারও রেহাই পেলেন না করোনা ভাইরাসের হাত থেকে! লিওনেল মেসি কোভিড পজিটিভ। রবিবার জানিয়ে দিল তাঁর বর্তমান ক্লাব পিএসজি। মেসি একা নন, করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজিক আরও তিন ফুটবলারও। এঁরা হলেন— জুয়ান বের্নাত, সার্জিও রিকো এবং নাথান বিটুমাজালা। এই চার ফুটবলার ছাড়াও পিএসজির এক সাপোর্ট স্টাফেরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর নাম জানা যায়নি।
আরও পড়ুন-শ্রমিকঘাতী সরকার আর নেই দরকার
সোমবার ফরাসি কাপে তৃতীয় ডিভিশনের দল ভাস অলিম্পিকের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পিএসজির। তার ২৪ ঘণ্টা আগেই মেসির করোনা আক্রান্ত হওয়ার খবর নিঃসন্দেহে ফরাসি জায়ান্টদের জন্য বড় ধাক্কা। পিএসজির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড আক্রান্ত হলেও মেসি-সহ বাকিদের শারীরিক কোনও সমস্যা নেই। তাঁরা প্রত্যেকেই আপাতত নিভৃতাবাসে রয়েছেন।
প্রসঙ্গত, বড়দিনের ছুটি কাটাতে মেসি সপরিবারে আর্জেন্টিনায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দলে যোগ দেওয়ার পরেই মেসির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল।
আরও পড়ুন-Kalyan Banerjee: তোপ কল্যাণের
এদিকে, এদিনের প্রেস বিবৃতিতে পিএসজির তরফ থেকে আরও জানানো হয়েছে, ৯ জানুয়ারি পর্যন্ত নেইমার দ্য সিলভার রিহ্যাব চলবে। আগামী তিন সপ্তাহের মধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। এদিকে, বুন্দেশলিগাতেও হানা দিল করোনা। বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার সমেত দলের মোট পাঁচজন সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এই তালিকায় অধিনায়ক ন্যুয়ার ছাড়া রয়েছেন আরও তিন ফুটবলার— কিংসলে কোমান, কোরেনটিন তোলিসো এবং ওমর রিচার্ডস। এ ছাড়া সহকারী কোচ ডিনো টোপোমোলেরারও কোভিড পজিটিভ। এঁরা প্রত্যেকই আপাতত নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।