নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে গভীর অস্বস্তিতে মোদি সরকার। দেশে বেকারত্বের শতকরা পরিসংখ্যান জানতে চেয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের দেওয়া জবাবে যুব সমাজের বেকারত্বের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয় এমনই তথ্য সামনে উঠে এসেছে। আর এই ব্যর্থতা চাপা দিতেই ব্যাপক মিথ্যাচারের পথে হাঁটছে মোদি সরকার। গত পাঁচ বছরের বার্ষিক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের তথ্য অনুযায়ী যুব সমাজের বেকারত্বের হার রীতিমতো উদ্বোগজনক। সারা দেশে বেকারত্বের হার নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-তথ্য ও পরিসংখ্যান দিয়ে সংসদে বঞ্চনার খতিয়ান তুলে ধরল তৃণমূল
তিনি বিস্তারিত তথ্য লিখিত প্রশ্নের আকারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে থেকে জানতে চান। গ্রাম ও শহরভিত্তিক, নারী-পুরুষ, যুবসমাজ এবং রাজ্য ধরে তথ্য দাবি করেন। তাঁর লিখিত প্রশ্ন ছিল, গত কয়েক বছরে নারী ও যুবকদের মধ্যে বেকারত্ব কি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে? পাঁচ বছরের অগ্রগতি কী? কর্মীদের দক্ষতা বৃদ্ধি বা পুনর্দক্ষতার জন্য সরকার কী করেছে? কতজন উপকৃত হয়েছেন? শ্রম ও কর্মসংস্থান বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে এর উত্তর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে স্পষ্টত তথ্য গোপন করা হয়েছে। মিথ্যাচারও স্পষ্ট। কারণ পরিসংখ্যান বলছে প্রতি ১০ জনে একজন বেকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নারী-পুরুষের বেকারত্বের হার নিয়েও লিখিতভাবে জানতে চান। কেন্দ্রের পরিসংখ্যানে তাতে দেখা যাচ্ছে, শহরাঞ্চলে মহিলাদের বেকারত্ব গ্রামের তুলনায় বেশি।

