বহুতল সমস্যা

Must read

প্রতিবেদন: বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মেয়র ফিরহাদ হাকিমের ডাকে বহুতলের সমস্যা সমাধানে উদ্যোগ সংসগন্ত বৈঠকে হাজির হিলেন বিভিন্ন অংবাসনের সভাপতি ও সম্পাদকরা। সেখানেই মেয়বের ফোনে মুর্শিদাবার থেকে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) বলেন, কোনও সমস্যা হলে আমাদের জানান। রাজ্য সরকারি দফতরের বিষয় বা নাগরিক সমস্যার সমাধনে আমরাই করুন। নান। অপপ্রচার করে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না।

আরও পড়ুন-চিল-শকুন উড়ুক আকাশে মাটিতে নেত্রী আছেন পাশে

Latest article