পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের (Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়।

Must read

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের (Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে কিছুদিন আগেই সৌমাদিত্য কুন্ডু নামের এই ছাত্র দেশে ফিরেছিলেন। সাউথ আফ্রিকাতে গত এক বছর ধরে পাইলট ট্রেনিং নিচ্ছিলেন তিনি। সূত্রের খবর, বুধবার বিকেল চারটে নাগাদ গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বৃহস্পতিবার গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সৌমাদিত্যর ট্যাবের পিছনে লেখা ছিল ‘লস্ট’। তিনি এই কথা কেন লিখেছিলেন, সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন-বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন এক ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সৌমাদিত্যকে কোনও দিন কোনও বিষয়ে বাধা দেয়নি ওর বাবা মা। ও পাইলট হতে চেয়েছিল তাই সেই স্বপ্ন পূরণ করতে বিদেশে পাঠানো হয়েছে। অন্য বাড়িতে যাওয়ার জন্য বাবা-মাকে বলে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে হঠাৎ এই ঘটনায় রীতিমত স্তম্বিত পরিবার। পুলিশের কাছে তাঁরা ঘটনার বিশদে তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন।

Latest article