ভাঙন-রোধে ১৫০০ কোটির প্ল্যান, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের।

Must read

প্রতিবেদন : বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু ফরাক্কা নয়, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে ডিভিসি নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নদীভাঙন রুখতে ১৫০০ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্র কোনও উত্তর দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ১০০ দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। তবু আমরা নিজেদের টাকায় ১৮৯টি কাজ সম্পন্ন করেছি। ১৩৬ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন-রোধে ১৭টি প্রকল্প চালু হয়েছে। বরাদ্দ করা হয়েছে আরও ২০০ কোটি টাকা। আর কেন্দ্র হাত গুটিয়ে বসে আছে।

আরও পড়ুন-পরীক্ষা ফি নিয়ে গদ্দারের মিথ্যাচার, সিবিএসই-র নথি দেখিয়ে যোগ্য জবাব শিক্ষামন্ত্রীর

মুখ্যমন্ত্রীর কথায়, মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন বড় সমস্যা। কেন্দ্রের অধীনে গঙ্গাভাঙন-রোধ ও বন্যার জল নিয়ন্ত্রণ। কেন্দ্রের সঙ্গে ফরাক্কায় ড্রেজিংয়ের কথা হয়েছিল। ৭০০ কোটি টাকা দেবে বলেছিল। আজও তা দেয়নি। আমরাও করতে পারিনি। ওরাও করে না। তাই মানুষের সমস্যা হয়। তিনি আরও বলেন, ১২ হাজার ১১৬ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। কিন্তু কেন্দ্র সরকার মানুষের সেই দুর্ভোগের কথা বোঝে না। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল, তখনই চুক্তি হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে। আজ পর্যন্ত তা হয়নি। ফরাক্কার অঞ্চলের মানুষের এই সমস্যা কেন্দ্র সরকারের জন্য।

Latest article