বোলিং ও ফিল্ডিংকেই দুষলেন রাহুল, টসে হেরে আফসোস, ব্যাখ্যা পাঁচে নামা নিয়েও

Must read

বিশাখাপত্তনম, ৪ ডিসেম্বর : ৩৫৮ রান করেও হারতে হয়েছে তাঁদের! কেএল রাহুল (KL Rahul) এই হারের অনেকগুলি কারণ খুঁজে পেয়েছেন। বোলিং ব্যর্থতা ও রাতের শিশির অবশ্যই এর মধ্যে পড়ছে। আর আছে টসে হার। বলেছেন, এমন ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এখন খুব আফসোস লাগছে। টসে হেরে নিজেকেই লাথি মারতে ইচ্ছে করছিল।

শিশিরের জন্য তাঁর বোলারদের বল গ্রিপ করতে যে সমস্যা হয়েছে সেটা বলেছেন অধিনায়ক। তবে তিনি যোগ করেন, তার পরও আরেকটু ভাল বল করা যেত। আমরা সেটা পারিনি। খুব বাজে কয়েকটা চার গলিয়েছি। আমাদের বোলিং ও ফিল্ডিং খারাপ হয়েছে। বিশাখাপত্তনমে এমন ভুল করলে হবে না। শনিবার সিরিজের শেষ ম্যাচ সেখানে।

বোলিং ও ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করলেও রাহুল (KL Rahul) কিন্তু নিজেদের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত। তিনি ম্যাচের পর বলছিলেন, বিরাট ও ঋতুরাজ অসাধারণ ব্যাটিং করেছে। বিরাট এই কাজটা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু ঋতুরাজও দারুণ খেলল। ও শুরু থেকে দক্ষিণ আফ্রিকার বোলারদের আক্রমণ করেছে। ওর জন্যই আমাদের ২০ রান বেশি হয়েছে।

আরও পড়ুন-বাংলার বকেয়া নিয়ে সংসদে সরব তৃণমূল

কিন্তু তাতেও জিততে পারেনি ভারত। রেকর্ড রান চেজ করে সিরিজ ১-১ করে দিয়েছে তেম্বা বাভুমার দল। বাভুমা বলেছেন এতেই বোঝা যাচ্ছে তাঁরা যত ভাল দল। রাহুল অবশ্য হারের পর নিজের ব্যাটিং অর্ডার নিয়ে দু-চার কথা বলেছেন। যেমন তিনি সাধারণত ছয়ে নামেন। কিন্তু এখানে পাঁচে নামতে হয়েছে। তাঁর কথায়, গোতি ভাই আমাকে বলল, আমার পাঁচে নামা উচিত। আগের ম্যাচে রান পেয়েছিলাম। তাই আত্মবিশ্বাস ছিল। সেটা কাজে লাগাতে এই সিদ্ধান্ত নিই ৩২-৩৩ ওভারে।

ওই পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা নামলে আরও ভাল হত কি না সেটা একটা প্রশ্ন। কারণ শক্ত জমির উপর দাঁড়িয়ে থাকা দলের জন্য তখন লম্বা শট নেওয়ার লোকের দরকার ছিল। কেনই-বা ৮ বলে ১ রান করা ওয়াশিংটনকে ছয়ে নামানো হল? এতে রানের গতি কমে যায়। পরে এ-সবই গুরুত্বপূর্ণ হয়ে গেল।

Latest article