নয়াদিল্লি: বিএলওদের (Supreme Court_BLO) উপর মাত্রারিক্ত চাপ কমাতে প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে শীর্ষ আদালত (Supreme Court_BLO) স্পষ্ট করে দিয়েছে, কেউ যদি কোনও সুনির্দিষ্ট কারণে বিএলওর দায়িত্ব থেকে অব্যহতি চান, তাহলে কেস টু কেস বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। কাজের সময় কমাতেও অতিরিক্ত কর্মী নিয়োগের পক্ষে মত দিয়েছে শীর্ষ আদালত। লক্ষণীয়, অতিরিক্ত কাজের চাপে বিভিন্ন রাজ্য থেকে একের পর এক বিএলওর অকাল মৃত্যুর ঘটনা ঘটছে। কেউ আত্মহত্যা করছেন, মৃত্যু হচ্ছে অসুস্থতাতেও। এই প্রসঙ্গও ওঠে মামলার শুনানিতে। তারপরেই অতিরিক্ত কর্মী নিয়োগের পক্ষে মত দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুন-বিদ্যুৎ সরবরাহ শুরু ১০ ডিসেম্বর

