নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এলেন। যখন সবার দৃষ্টি এই সফরের ওপর নিবদ্ধ, তখন আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষিত হল। এই সফরের সাথে মিল রেখে পুতিন শুক্রবার নয়াদিল্লির একটি পাঁচতারা হোটেলে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে রাশিয়ার সরকারি অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি-এর ভারত শাখা উদ্বোধন করবেন। এরপর তাঁর ভারত সফর নিয়ে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী অঞ্চলে একটি অত্যাধুনিক স্টুডিও এবং একশোরও বেশি কর্মী নিয়ে, আরটি ইন্ডিয়াকে রাশিয়া টুডে-র বৈশ্বিক নেটওয়ার্কের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় বিদেশি উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন আরটি-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আরও পড়ুন-যথেষ্ট সংকটজনক, এয়ার-অ্যাম্বুল্যান্সে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে
এদিকে পুতিন (Vladimir Putin) ভারত পা রাখার আগেই এদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দেওয়া ৬১ জন ভারতীয় নাগরিকের সুরক্ষার বিষয়টি লোকসভায় উত্থাপন করলেন সাংসদ হনুমান বেনিওয়াল। এই ব্যক্তিরা মূলত ছাত্র বা কাজের ভিসা নিয়ে রাশিয়া যান এবং সরকারি সতর্কতা সত্ত্বেও রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন বলে অভিযোগ। রাজস্থানের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ বেনিওয়াল জিরো আওয়ারে বলেন, অবিলম্বে কূটনৈতিক হস্তক্ষেপ দরকার। এই ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধক্ষেত্র থেকে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে রুশ সরকারের সঙ্গে জরুরি আলোচনা শুরু করা প্রয়োজন। তাঁদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার জন্য জোরালো প্রচেষ্টা শুরু করা দরকার। সর্বশেষ, ৮ নভেম্বর বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে ৪৪ জন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনায় কর্মরত আছেন।

