রেপো রেট কমাল RBI, কমল ২৫ বেসিস পয়েন্ট

Must read

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানো সিদ্ধান্ত ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ৫.৫০ শতাংশ থেকে কমে রেপো রেট হল ৫.২৫ শতাংশ। রেপো রেট (Repo Rate) কমার ফলে কমবে হোম লোন-সহ একাধিক ঋণের মাসিক কিস্তি। মাসিক কিস্তি কমাতে না চাইলে লোনের সময়কাল কমানো যাবে। তবে এতে ব্যাঙ্কে যাঁরা টাকা জমা রেখেছেন তাঁদের চিন্তা বাড়ল।

আরও পড়ুন- অমিত শাহের চাল দাবার বোড়ে এখন জ্ঞানেশ কুমার

বুধবার শুরু হয় আইবিআই-এর মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পর এদিন রেপো রেট (Repo Rate) কমানোর ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এর আগে অক্টোবর মাসেও হয়েছিল মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেখানে পলিসি স্টান্স ‘নিউট্রাল’ রাখার পাশাপাশি রেপো রেটে কোনও বদল আনেনি আরবিআই। অগস্ট মাসেক বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বছরের শুরুতে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ। চার দফায় কমে সেটা ৫.২৫ শতাংশে দাঁড়াল।

দেশের বিভিন্ন কমার্সিয়াল ব্যাঙ্কগুলিকে রেপো রেট-এ টাকা ধার দেয় আরবিআই। এই হার কমার ফলে আরবিআই-এর থেকে কম সুদে টাকা ধার নিতে পারবে ব্যাঙ্কগুলি। ফলে গ্রাহকদেরও ঋণেও সুদের হার কমানোর সম্ভাবনা থাকে। অর্থাৎ Repo rate কমায় বিভিন্ন ধরনের ঋণে সুদের হার কমতে পারে। সুদের হার কমলে লগ্নির জন্য টাকা ধার নেওয়ার প্রবণতা বাড়ে। অর্থনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত বাজারকে আরও গতি আনবে।

Latest article