কেন্দ্রের ফতোয়ায় বিপর্যস্ত রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া

Must read

কেন্দ্রের ফতোয়ায় বিপর্যস্ত রাজ্যে ওয়াকফ (Waqf) সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড আপলোড করার শেষ তারিখ ৫ ডিসেম্বর হলেও প্রযুক্তিগত কারণে এই রাজ্য সহ একাধিক রাজ্যে কাজের অগ্রগতি অত্যন্ত শ্লথ। তার মধ্যে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্য রয়েছে। বড় রাজ্যগুলির এখন পর্যন্ত মাত্র ১০ থেকে ৩৫ শতাংশ সম্পত্তি পোর্টালে নিবন্ধিত হয়েছে বলে কেন্দ্রের সূত্রে খবর।

পশ্চিমবঙ্গে পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য ওয়াকফ (Waqf) বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৮০ হাজার ৪৮০টি ওয়াকফ সম্পত্তির মধ্যে ডিজিটালি নিবন্ধিত হয়েছে মাত্র ১২ শতাংশ। বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, মুতাওয়াল্লিদের বহুজনই কারিগরি দিক থেকে অভিজ্ঞ নন, ইংরেজি ভাষাজ্ঞানও কম। সেই কারণেই ডিজিটাইজেশন প্রক্রিয়া এগোচ্ছে ধীর গতিতে। পাশাপাশি জমি পরিমাপের ইউনিট নিয়েও দেখা দিচ্ছে বিভ্রান্তি—বাংলায় এক বিঘার মাপ যেমন, বিহার বা উত্তরপ্রদেশে তার পরিমাপ সম্পূর্ণ আলাদা। ফলে জমির সুনির্দিষ্ট হিসেব ডিজিটাইজ করতে প্রশাসনকে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। বিভিন্ন রাজ্যের তরফে এ ব্যাপারে একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হলেও মোদি সরকারের হেলদোল নেই। এর ফলে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তির নিরাপত্তা। ইচ্ছাকৃতভাবেই এই ধরনের কারিগরি জটিলতা তৈরি করে তাদের বঞ্চিত করার কৌশল রচনা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠে আসছে।

আরও পড়ুন- ডিমের দাম বৃদ্ধি! কড়া নজরদারির পথে রাজ্য

দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৮.৮ লক্ষ ওয়াকফ সম্পত্তির সম্পূর্ণ ডিজিটাল রেকর্ড তৈরির লক্ষ্যে কেন্দ্র ৬ জুন চালু করেছিল ‘উম্মিদ’ পোর্টাল। কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার পরেও বহু রাজ্যে গতি বাড়েনি। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে আপত্তি জানালেও পরে পোর্টালে আপলোডের কাজ শুরু করেছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সম্পত্তি নথিভুক্ত করা যাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Latest article