দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাণ বাঁচাল ‘সেবাশ্রয় ২’!

Must read

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় (Sebaashray 2) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে কতটা অবিচল।

শুক্রবার দুপুরে মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারের নীচে দুর্ঘটনায় আহত হন অভিজিৎ বর। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখেই দ্রুত তাঁকে ডাকঘরের কাছে থাকা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান। মুহূর্তের মধ্যেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও ক্যাম্পে পৌঁছন এবং চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন। চিকিৎসকরা জানান, অভিজিৎ-এর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতে রক্তক্ষরণ হচ্ছিল। সেবাশ্রয়ের (Sebaashray 2) প্রস্তুতি ও তৎপরতার ফলে তিনি মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা পান। তাঁর মাথায় সেলাইও করা হয়।

আরও পড়ুন- সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! খোঁচা তৃণমূলের

মহেশতলা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস বলেন, “অভিজিৎ জোকায় থাকেন, তিনি তারাতলা থেকে বাটার দিকে যাচ্ছিলেন। পথে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাটি আমাদের সেবাশ্রয় ক্যাম্পের একদম কাছে হওয়ায় আমাদের স্বেচ্ছাসেবকেরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আমাদের অ্যাম্বুলেন্সে বাটানগর মডেল ক্যাম্পে পাঠানো হয়, যেখানে এখন তাঁর সম্পূর্ণ চিকিৎসা চলছে।”

দ্বিতীয় পর্বেও সেবাশ্রয় জরুরি চিকিৎসা পরিষেবায় দক্ষতা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে—মানুষের দরকারের মুহূর্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাদের অঙ্গীকার আরও একবার প্রমাণিত হলো।

Latest article