সংবাদদাতা, হুগলি : স্বাস্থ্য হোক কিংবা শিক্ষা অথবা বিনোদন, সবেতেই দরাজ হস্তে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তেমনই এক উপহার পেতে চলেছে হুগলি জেলার চণ্ডীতলার মানুষ। চণ্ডীতলায় উদ্বোধন হতে চলেছে বিদ্যাসাগর সংস্কৃতি সদন। শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামটি মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের তত্বাবধানে নতুন করে সেজে উঠছে।
আরও পড়ুন-ব্রাত্যর বিরুদ্ধে বানানো কুৎসা, জবাব উপাচার্যর
এই বিষয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম উপহার দিচ্ছেন। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই অডিটোরিয়ামকে। এখানে ৫০০ মানুষ একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছেন। আর এবার তিনি চণ্ডীতলা বিধানসভা এলাকার মানুষের জন্য বিশেষভাবে ভেবে এই উদ্যোগ নিয়েছেন। এতে মানুষের অনেক সুবিধা হবে আগামী দিনগুলোতে।

