মিড-ডে মিলকে আকর্ষণীয় করতে নবান্ন-উৎসব স্কুলে

নবান্নের খাবারের তালিকা ছিল যথেষ্ট আকর্ষণীয়-শিশুদের সামনে কলাপাতে পরিবেশন করা হয় চিড়ে, দুই রকম দই, বোঁদে ও রসগোল্লা

Must read

সংবাদদাতা, মালদহ : কচিকাঁচা শিশুদের উচ্ছ্বাস আর উৎসবের আমেজে জমে উঠল মালদহের মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের নবান্ন উৎসব। শিক্ষার্থীদের হাসিমুখে ভরা এই দিনটি যেন হয়ে উঠেছিল আঞ্চলিক ঐতিহ্যের প্রাণবন্ত পুনর্জাগরণ। বিদ্যালয়ের আঙিনায় সকাল থেকেই শুরু হয়েছিল সাজ সাজ রব। ছোট ছোট হাতের স্পর্শে উৎসব পেয়েছিল অন্য মাত্রা। নবান্নের খাবারের তালিকা ছিল যথেষ্ট আকর্ষণীয়-শিশুদের সামনে কলাপাতে পরিবেশন করা হয় চিড়ে, দুই রকম দই, বোঁদে ও রসগোল্লা। খাবার পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে উঠেছিল খুশির ঝিলিক।

আরও পড়ুন-ডাইনিং উইথ দ্য কাপুর’স

বিদ্যালয়ের ১৮৬ জন ছাত্রছাত্রী এবং ৭ জন শিক্ষক একসঙ্গে অংশগ্রহণ করায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মন্ডল, এ আই প্রাইমারি নয়নকুমার দাস, ইংরেজবাজার অবর বিদ্যালয় পরিদর্শক রিতা চৌধুরী। গত বছর বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নজর কাড়ে, এবারের নবান্ন উৎসবও তারই ধারাবাহিকতায় সবার প্রশংসা কুড়িয়েছে। মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল জানান, এই ধরনের কাজ সত্যিই প্রশংসনীয়। ছোট ছোট উৎসব বাচ্চাদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ায়। মূল্যায়নের আগে এমন একটি আনন্দঘন পরিবেশ ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধি করে বলেও তিনি মত প্রকাশ করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী আবির ঘোষ, অন্বেষা হালদার ও দীপ মন্ডল জানায়, সোমবার পরীক্ষা শুরু। তার আগে এই নবান্ন উৎসব আমাদের খুব আনন্দ দিয়েছে। শিক্ষকদের সহযোগিতায় এত খাবার পেয়ে আমরা দারুণ খুশি।
জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল আরও বলেন, ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে আনন্দ আশ্রম হয়ে ওঠে। উপস্থিতির হার বাড়ে পড়াশোনার প্রতি আগ্রহও তৈরি হয়।

Latest article