সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তোপ তৃণমূলের

Must read

রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনে, কলকাতার মেয়ো রোডে বিশাল সংহতি দিবসের (Sanhati Divas) কর্মসূচি তৃণমূল কংগ্রেসের (TMC)। ৬ ডিসেম্বর দলের নেতৃত্বরা এই মঞ্চ থেকে সংহতি ও ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। কলকাতার মেয়ো রোডে এই সভা হাজির ছিলনে সর্ব ধর্মের, সর্ব জাতির।

সভা মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সকলেই একসঙ্গে থাকবে। সংবিধানের শপথ নিয়ে যারা সরকারে থাকে, তাঁরা সংহতি ও সম্প্রীতিকে নষ্ট করছে। এই মঞ্চ থেকে তাঁদের ধিক্কার জানাচ্ছি।” একইসঙ্গে তিনি আরও বলেন,”এই সভা মঞ্চ থেকে উঠছে এসআইআরের কথা। কেন এটা হচ্ছে? আসন্ন নির্বাচনের মুখোমুখি হতে চলেছে ৫টি রাজ্য। নির্বাচনের আগে একটি রাজ্যকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভারতের সংবিধান ঐক্যের কথা বলে। মৌলিক অধিকারের কথা বলে। রাইট টু মুভমেন্ট আটকানোর চেষ্টা কড়া হলে চুপ করে বসে থাকবে না বাংলা।”

আরও পড়ুন-বাড়ি পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

সংহতি দিবসের (Sanhati Divas) মঞ্চ থেকে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের সাফ কথা, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, এটা মানা হবে না। ভোটাধিকার নষ্ট করার লক্ষ্যে, ভারতে সংবিধানকে নস্যাৎ করার কাজ কড়া হচ্ছে। সংবিধানের অধিকার থেকে একজন মানুষকেও বঞ্চিত করতে দেওয়া হবে না। সংবিধানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা কড়া হলে গর্জন চলবে।

Latest article