সংবাদদাতা, আউশগ্রাম : খসড়া তালিকায় একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে যে আন্দোলন হবে তা আজ পর্যন্ত ভারতবর্ষ দেখেনি। এই ভাষায় এসআইআর-ইস্যুতে সুর চড়ালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল বলেও আক্রমণ শানান তিনি। শনিবার আউশগ্রাম ১ ও ২ নং ব্লকে দলীয় বাংলার ভোটরক্ষা শিবির পরিদর্শনে এসে শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবে সুর চড়ান মন্ত্রী।
আরও পড়ুন-সোনালি কীভাবে বিদেশি? বলুক এবার বিজেপি
প্রথমে তিনি যান আউশগ্রাম ২ ব্লকের গ্যাঁরাই অঞ্চলে ব্লক সভাপতির অফিসে। সেখানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডলের উপস্থিতিতে তাঁকে বরণ করেন ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। এরপর ব্লকের এসআইআর সংক্রান্ত তথ্য অরূপ বিশ্বাসকে বুঝিয়ে দেন তিনি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যুক্ত ব্লকের বিএলএ ২ এবং দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে রওনা দেন আউশগ্রাম ১ ব্লকের গুসকরায় বিধায়ক কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান বিধায়ক অভেদানন্দ থান্ডার-সহ ব্লক ও শহর নেতৃত্ব। সেখানে ব্লকের এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখেন। এদিন প্রথম থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে কাঠগড়ায় তোলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলার অপমান, বাংলার বঞ্চনা ও বাংলাকে ভাতে মারার চেষ্টা করে ব্যর্থ বিজেপি এবার বাংলার ভোটাধিকার হরণ করতে এসেছে। তাই বাংলার ভোটাধিকার রক্ষায় কর্মী-সমর্থকদের সকলকে নিয়ে লড়াইয়ে নামার আহ্বান জানান বিদ্যুৎমন্ত্রী।

