বার কাউন্সিল ভোটে মহিলাদের জন্য ৩০% আসন সংরক্ষণ

শুনানির সময় বিসিআই আদালতকে জানায় যে এই ধরনের সংরক্ষণ কার্যকর করতে হলে অ্যাডভোকেটস অ্যাক্টে সংশোধনের প্রয়োজন হবে।

Must read

নয়াদিল্লি: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে (বিসিআই) নির্দেশ দিয়েছে যে আসন্ন রাজ্য বার কাউন্সিল নির্বাচনগুলিতে মহিলাদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে। রাজ্য বার কাউন্সিলগুলিতে মহিলাদের বাধ্যতামূলক প্রতিনিধিত্ব চেয়ে দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। শুনানির সময় বিসিআই আদালতকে জানায় যে এই ধরনের সংরক্ষণ কার্যকর করতে হলে অ্যাডভোকেটস অ্যাক্টে সংশোধনের প্রয়োজন হবে। বিসিআই-এর পক্ষে উপস্থিত বরিষ্ঠ আইনজীবী গুরুকুমার আদালতকে আরও অবহিত করেন যে কয়েকটি রাজ্য বার কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায় এই মুহূর্তে নিয়মে পরিবর্তন আনা কঠিন। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি কান্ত বিসিআইকে বলেন, আমরা আশা করি বিসিআই এমনভাবে নিয়মগুলির ব্যাখ্যা করবে যাতে রাজ্য বার কাউন্সিলগুলিতে ৩০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা যায়; এই অবস্থানটি কার্যনির্বাহী পদাধিকারীদের কিছু পদের ক্ষেত্রেও পাওয়া উচিত।

আরও পড়ুন-শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন তা তিনিই ঠিক করবেন

এদিকে, পর্যাপ্ত সংখ্যক মহিলা আইনজীবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, সেই বিষয়ে বিসিআই যখন সংশয় প্রকাশ করেছে, তখন আদালত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) দ্বারা আয়োজিত একটি কর্মশালার ফলাফলের কথা উল্লেখ করে। প্রধান বিচারপতি জানান, এসসিবিএ-এর সদস্য হওয়ার জন্য ৮৩ শতাংশ মহিলা আইনজীবী আগ্রহ প্রকাশ করেছেন। যোগমায়া এমজি এবং শেহলা চৌধুরী কর্তৃক দায়ের করা পিটিশনগুলির ভিত্তিতে এই শুনানি হয়। পিটিশনে তাঁরা সমস্ত রাজ্য বার কাউন্সিলে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের পাশাপাশি অন্তত একটি পদাধিকারীর পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার দাবি জানান।

Latest article