প্রতিবেদন : এমন দু’টি দল এবার সুপার কাপ ফাইনাল খেলছে যারা গত তিন বছরে দু’বার সর্বভারতীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সেই ইস্টবেঙ্গল ও এফসি গোয়া রবিবার সুপার কাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি। ফতোরদার জওহরলাল নেহরু স্টিডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
২০২৪ সালের শুরুটা ইস্টবেঙ্গল করেছিল সুপার কাপ জিতে। ১২ বছর পর ট্রফি জিতে কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে সেটাই শেষ বড় সাফল্য ছিল মশালবাহিনীর। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সাফল্যের সামনে দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজো। কিন্তু সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে ইস্টবেঙ্গলের ডাগ আউটে থাকবেন না অস্কার। সহকারী বিনো জর্জ ফাইনালে বেঞ্চে বসবেন। গোয়া-বধের রণনীতি অস্কার তৈরি করলেও ফাইনালে তাঁর বেঞ্চে না-থাকা ইস্টবেঙ্গলের জন্য সমস্যার হতেও পারে। তবে অভিজ্ঞ বিনো স্প্যানিশ কোচের বিদেশি সহকারীদের নিয়ে যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কার্যত হুঙ্কারের সুরেই বিনো জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল ফাইনালে অংশগ্রহণের জন্য খেলবে না। ট্রফি জয়ের লক্ষ্যে নামবে। গোয়া ঘরের মাঠে খেললেও গ্যালারির শব্দব্রহ্ম থামাতে তৈরি ছেলেরা।
আরও পড়ুন-রো-কো আর যশস্বীতে মুঠোয় সিরিজ
বিনোর কথায়, এই বছর তৃতীয় ফাইনাল আমাদের। এর আগে ডুরান্ড কাপে সেমিফাইনালে হেরে গিয়েছি। আইএফএ শিল্ডেও ফাইনালে উঠে হেরে যাই। এবার প্রতিপক্ষ গোয়া খুবই ভাল দল। তবে আমরা এখানে লড়াই করে কাপ জিততেই এসেছি। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমাদের সমর্থকদের গর্বের মুহূর্ত উপহার দিতে চাই।
লাল-হলুদের স্বদেশি ও বিদেশি ফুটবলাররা সুপার কাপ পুনরুদ্ধারের লক্ষ্যে উজ্জীবিত। সুপার কাপ চ্যাম্পিয়ন হলে এএফসি প্রতিযোগিতায় খেলার সুযোগ মিলবে। তাই ক্রেসপোরা অনুপ্রাণিত ফাইনালে নামার আগে। লাল-হলুদের স্প্যানিশ মিডিও বললেন, গোয়ার হয়ে খেলবে বোরহা হেরেরা। ও আমার ভাল বন্ধু। ইস্টবেঙ্গলে ছিল। কিন্তু খেলা শুরুর পর কেউ কারও বন্ধু নয়। গোয়া নিয়ে কোচের পরিকল্পনা তৈরি। আমরাও প্রস্তুত।
লাল-হলুদের মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহাদাদ চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি। রবিবারও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। দু’দলই ৯০ মিনিটের মধ্যে ম্যাচের ফয়সালা চায়। তবে টাইব্রেকারের জন্যও প্রস্তুতি সারা হিরোশি, বোরহাদের। গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ রোকা সমীহ করছেন ইস্টবেঙ্গলকে। তিনি বলেন, আইএসএলে আসার পর এটাই ইস্টবেঙ্গলের সেরা দল।

