আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠল কানাডাও

মূল কম্পনের পর আরও দুটি ভূমিকম্প হয় যাদের তীব্রতা ছিল ৫.৬ ও ৫.৩। বড় কোন ক্ষতি বা হতাহতের বিষয়ে খবর মেলেনি।

Must read

উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০। মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশি জোরালো কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন-যোগীরাজ্যে ব্যক্তির বিরুদ্ধে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ

আমেরিকার সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের পর কোনও সুনামির (Tsunami ) আশঙ্কা নেই। মূল কম্পনের পর আরও দুটি ভূমিকম্প হয় যাদের তীব্রতা ছিল ৫.৬ ও ৫.৩। বড় কোন ক্ষতি বা হতাহতের বিষয়ে খবর মেলেনি। রবিতে একাধিক আফটার শক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-গোয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৩ আহত ৫০

কানাডার ভূকম্পবিদদের মতে, ভূমিকম্পপ্রবণ এই পাহাড়ি এলাকায় জনবসতি অনেকটাই কম। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওডও ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুনামির কোনো ঝুঁকি নেই। দ্রুত অবস্থা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি চালাচ্ছে।

Latest article