ঘুমন্ত অবস্থায় মেয়ের গলায় ব্লেড চালালেন বাবা

পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হয় তাঁর। রাজশ্রী ডিভোর্স পিটিশনও ফাইল করেছেন।

Must read

স্ত্রীকে সন্দেহ করে রাগের বশে ঘুমন্ত মেয়ের গলায় ব্লেড চালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মুম্বইয়ে (Mumbai) ১৪ বছরের মেয়ের চিৎকার শুনে মা ছুটে এলে তাঁর পেটেও ব্লেড চালিয়ে দেন অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মা-মেয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তির নাম হনুমান্ত সোনাওয়ালে। তিনি বেশিরভাগ সময়েই মত্ত অবস্থায় থাকেন বলে জানা গিয়েছে এবং কোনও কাজও করেন না।

আরও পড়ুন-বিনামূল্যে রাজ্য জমি দিলেও ৭ বছরে যোগা হাসপাতাল তৈরীতে ব্যর্থ কেন্দ্র

কিছুদিন ধরেই এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল হুনুমান্তের। ঘটনার দিনও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সে সময় পাশের ঘরে ঘুমাচ্ছিলেন তাঁদের ১৪ বছরের মেয়ে। হঠাৎ মেয়ের ঘরে ঢুকে তাঁর গলায় ব্লেড চালিয়ে দেন হনুমান্ত। চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী রাজশ্রী ছুটে এলে তাঁর পেটেও ব্লেড চালান হনুমান্ত। এরপর তিনি পালিয়ে যান সেখান থেকে। তবে পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠল কানাডাও

পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হয় তাঁর। রাজশ্রী ডিভোর্স পিটিশনও ফাইল করেছেন। এই ঘটনার পরে থেকে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন হনুমান্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত মা ও মেয়ে, দু’জনেই কান্দিভালির শতাব্দী হাসাপাতালে চিকিৎসা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর গলায় ৫টি সেলাই পড়েছে।

Latest article