প্রতিবেদন : বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। তাঁদের মধ্যে একজন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা।
শনিবার রাত আটটা নাগাদ বাড়ির পাশের ওই জঙ্গলে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। তাঁর পরনে কাপড় বিক্ষিপ্ত অবস্থায় ছিল।
আরও পড়ুন-গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে
শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। স্থানীয়দের নজরে আসতেই ওই মহিলাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিবার ও এলাকাবাসী ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বাড়ি লাগোয়া জঙ্গলে ডেকে নিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ কল্যাণ কুলে (৫২) ও এক নাবালককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত কল্যাণ এলাকায় বিজেপি নেতা হিসেবে বেশ জনপ্রিয়। কল্যাণকে আলিপুর আদালতে পেশ করা হবে। অপরদিকে ওই নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হবে।

