প্রতিবেদন : রাজ্যে অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক। তারপর বিজেপির বাংলাবিদ্বেষ তো চলছেই, এই আবহে জেলায় জেলায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই তিনি মালদহ ও মুর্শিদাবাদের জনসভা থেকে মানুষের দুশ্চিন্তা দূর করে এসেছেন। এবার তাঁর গন্তব্য উত্তরবঙ্গের কোচবিহার।
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৮ ডিসেম্বর সোমবার কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করবেন। এই মর্মে নবান্নের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে প্রস্তুতি সেরে রাখার কথা জানানো হয়েছে। প্রশাসনিক বৈঠকের পরদিন মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন জননেত্রী।
আরও পড়ুন-নোদাখালিতে ধর্ষণ-খুন অভিযুক্ত বিজেপি নেতা
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দলনেত্রী জেলায় জেলায় জনসভা শুরু করেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে এই জনসভা শুরু হয়েছে। এরপর ডিসেম্বরের প্রথমেই ৩ ও ৪ ডিসেম্বর দলনেত্রী যথাক্রমে মালদহ ও মুর্শিদাবাদে জনসভা করেন। এবার কোচবিহারে জনসভা করার আগে জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন সোমবার।
কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক হবে সোমবার বিকেল চারটেয় উৎসব অডিটোরিয়ামে। সেই বৈঠক থেকে কোচবিহার জেলার সরকারি কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রী। পরদিন মঙ্গলবার সকালে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। কোচবিহারের রাসমেলা মাঠে হবে এই জনসভা। তার আগে রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ট্রায়াল রান হল এবিএন শীল কলেজের মাঠে।

