চালিয়ে ব্যাট শীতের

সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, দৃশ্যমানতা কমতে পারে।

Must read

প্রতিবেদন : ডিসেম্বরের শুরু থেকেই চালিয়ে ব্যাট করছে শীত। তাপমাত্রা নামতে শুরু করেছে দ্রুত গতিতে। শনিবার কলকাতায় ছিল শীতলতম দিন। আগামী সাতদিন একইরকম শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টিপাতের কোনওরকম সম্ভাবনা নেই।

আরও পড়ুন-সোমে প্রশাসনিক বৈঠক মঙ্গলবার জনসভা, কাল কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের কারণে কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে ভরপুর। দিনের তাপমাত্রা স্বাভাবিকেaর নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি।

Latest article