৩০ কোটি টাকা প্রতারণা মামলায় সস্ত্রীক বিক্রম ভাট গ্রেফতার

বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt) এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট রাজস্থানের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

Must read

বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt) এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট রাজস্থানের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সূত্রের খবর, উদয়পুরের ইন্দিরা গ্রুপ অফ কোম্পানিজের মালিক ডাঃ অজয় মুরদিয়ার অভিযোগের ভিত্তিতে ৩০ কোটি টাকার প্রতারণার মামলায় এই গ্রেফতারি হয়েছে।
রাজস্থান পুলিশ ধৃত পরিচালক ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়েছে এবং তাঁদের ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়া হবে। দম্পতির মেডিক্যাল টেস্ট করা হয়েছে।

আরও পড়ুন-অসমে বসবে জুবিনের ফাইবার মূর্তি! তৈরী হচ্ছে বাংলার কুমোরটুলিতে

সাতদিন আগে উদয়পুর পুলিশ বিক্রম, শ্বেতাম্বরী-সহ আরও ছ’জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। বলা হয়েছিল, অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং অনুমতি ছাড়া দেশ ছাড়া যাবে না। একটি প্রস্তাবিত বায়োপিক প্রজেক্টকে ঘিরে এই মামলার সূত্রপাত। ডাঃ মুরদিয়া তাঁর প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন। আর তিনি অভিযোগ করেন বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী ২০০ কোটি টাকা লাভের প্রতিশ্রুতি দিয়ে ডঃ মুরদিয়াকে ছবিতে বিনিয়োগের কথা বলেন। এই প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের মেয়ে কৃষ্ণা ভাট (মুম্বই), মেহবুব আনসারি (থানে), দীনেশ কাটারিয়া (উদয়পুর), মুদিত বুটাট্টান (দিল্লি), গঙ্গেশ্বর লাল শ্রীবাস্তব (ডিএসসি চেয়ারম্যান) এবং অশোক দুবে (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ, মুম্বাই)।

আরও পড়ুন-ইন্ডিয়া বিভ্রাট নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রশ্নটি, গত বছর ২৫ এপ্রিল বৃন্দাবন স্টুডিও-তে এই বায়োপিক নিয়ে বিক্রম ভাটের সঙ্গে মুরদিয়া বৈঠক করেন। বিক্রম জানিয়েছিলেন যে তিনি ছবিটি পরিচালনা করবেন এবং তাঁর স্ত্রী ও মেয়ে এই প্রজেক্টে সহযোগী হিসেবে থাকবেন। VSB LLP নামে একটি ফার্মের রেজিস্ট্রেশনও করা হয় শ্বেতাম্বরী ভাটের নামে। যদিও প্রতারণার গোটা বিষয়টি অস্বীকার করেছেন ভাট। তিনি বলেন, পুলিশকে ভুল বোঝাতে জাল নথি দেওয়া হয়েছে। ভাট পুলিশকে জানিয়েছেন ডাঃ মুরদিয়া মাঝপথে সিনেমার কাজ বন্ধ করে দেন। বকেয়া টাকাও দেননি। সিনেমায় ব্যয় হওয়া কয়েক কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। সেই বকেয়া এড়াতেই এই মিথ্য অভিযোগ করা হয়েছে বলেই মনে করছেন তিনি। তিনি জানিয়েছেন তদন্তে সহযোগিতা করবেন তিনি এবং সমস্ত প্রমাণ পুলিশকে দেখানোর কথাও বলেছেন।

Latest article