কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হালিশহরের অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি (BJP) নেত্রী তনু খাস্তগীর। ইব্রাহিম মন্ডল, পঙ্কজ রায়, রিপন দাসের অভিযোগের ভিত্তিতে তনু খাস্তগীরকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তকে কল্যাণী আদালতে তোলা হয়।
আরও পড়ুন-”রাজ্য পুলিশকে নির্ভয়ে কাজ করতে হবে” প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
তনুর বিরুদ্ধে এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, তাঁকে কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। আশ্চর্যের বিষয় হল এদিন আদালতে তোলার পথে দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ধৃত বিজেপি নেত্রী। তিনি দাবি করেন একটি পয়সাও কারও থেকে নেননি। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে দলেরই একটা অংশ।
আরও পড়ুন-কোচবিহারের বৈঠক থেকে SIR নিয়ে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, ধৃত বিজেপি নেত্রী তনু, উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। বহু শীর্ষনেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে নিজেকে প্রভাবশালী প্রমান করে দলেরই চারজনের থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩ লক্ষ টাকা নেন বলে অভিযোগ করা হয়। দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তবে চাকরি দিতে পারেননি। এরপরেই তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে পুলিশের।
প্রসঙ্গত, এটা প্রথম নয়, এর আগে কল্যাণী এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে মেয়ের চাকরির ব্যবস্থা করার অভিযোগ ওঠে। এছাড়া বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট ৮ জনের বিরুদ্ধে নদিয়ার কল্যাণীর এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এফআইআরে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং-সহ মোট ৮ জনের নাম ছিল। সিআইডি ওই দুর্নীতির অভিযোগের তদন্তভার নেয়। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল।

