বালিতে কাজের চাপে অসুস্থ আইসিডিএস কর্মী বিএলও

স্থানীয় একটি স্কুলে বিএলওদের প্রশিক্ষণ চলাকালীন আচমকাই মাথা ঘুরে পড়ে যান কুসুম। তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : কাজের চাপে ফের অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও (BLO)। হাওড়ার (Howrah) বালির ঘটনা। বিএলও-র নাম কুসুম মজুমদার পাল। বাড়ি বালির শান্তিরাম রাস্তা এলাকায়। আইসিডিএস কর্মী কুসুম বালির ৩২ নং পার্টে বিএলও হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন-হিন্দি রাষ্ট্র ভাষা নয়, রাজ্যপালকে ভ্রম সংশোধনের পরামর্শ তৃণমূলের

স্থানীয় একটি স্কুলে বিএলওদের প্রশিক্ষণ চলাকালীন আচমকাই মাথা ঘুরে পড়ে যান কুসুম। তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানান, মানসিক চাপে ‘ট্রমাটাইজড’ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Latest article