লন্ডন, ৮ ডিসেম্বর : গত সেপ্টেম্বরে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শাকিবআল হাসান (Shakib Al Hasan)। তিনি জানিয়েছেন, দেশের মাটিতে তিন ফরম্যাটে খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চান। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শাকিব। রাজনৈতিক কারণে দেশ ছাড়া বাংলাদেশি অলরাউন্ডার অবশ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-২০ লিগে নিয়মিত খেলছেন।
আরও পড়ুন-বিয়ে ভাঙার কথা বলেই স্মৃতি হাজির সোজা নেটে
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মইন আলিকে দেওয়া পডকাস্ট সাক্ষাৎকারে শাকিব (Shakib Al Hasan) বলেছেন, বাংলাদেশে ফেরার ব্যাপারে আমি আশাবাদী। আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নিইনি। তাই নিজেকে ফিট রাখার জন্য খেলে যাচ্ছি। আমার ইচ্ছে, বাংলাদেশে ফিরে টেস্ট, ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটের একটি করে পুরো সিরিজ খেলে অবসর নেওয়া। যেভাবেই হোক না কেন, দেশের হয়ে শেষবারের মতো তিনটে ফরম্যাটে খেলতে চাই। দেশের সমর্থকদের সামনে ক্রিকেটকে বিদায় জানাতে চাই।

