সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির একেবারে প্রত্যন্ত এলাকায় জল্পেশ মন্দির (jalpesh mandir)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই এলাকাতে পৌঁছেছে উন্নয়নের জোয়ার। মন্দিরের জন্য হয়েছে কালিঘাটের আদলে স্কাইওয়াক। এক কথায় মুখ্যমন্ত্রীর উন্নয়নে আরও প্রাণময় হয়ে উঠেছে জল্পেশ (jalpesh mandir)। সোমবার মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী ও যুবনেতা সুদীপ রাহা। এদিন তাঁদের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়-সহ অন্যান্যরা। জল্পেশ মন্দিরের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে এদিন তীব্র কটাক্ষ করেন অরূপ। তিনি বলেন, মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে এলাকার কোনও উন্নয়ন করেননি বিজেপি সাংসদ। উন্নয়ন এসেছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। পাশাপাশি তিনি আরও বলেন,গতবার ৭৭টা আসন জিতেছিল বিজেপি। এখন বিরোধী দলনেতা নিজেও জানেনা তার হাতে কতগুলো বিধায়ক রয়েছে। আগামী ২০২৬-এ নির্বাচনে ৭৭টা থেকে ২৭ নামবে। যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে অসভ্যতা করে, যারা পে লোডারে করে বাংলাদেশের ছুঁড়ে ফেলে দেয়। অসভ্য বর্বর বিজেপি নেতাদের এবার বাংলা ছাড়া করবে মানুষ।

