নয়াদিল্লি: পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবস (West Bengal’s foundation day) হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সোমবার রাজ্যসভায় এই দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, ২০০৩ সালে এই মর্মে প্রস্তাব নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবসের (West Bengal’s foundation day) মর্যাদা দেওয়ার পক্ষে রীতিমতো আবেগময় ভাষায় সওয়াল করেন ঋতব্রত। তাঁর কথায়, ৫০০০ বছর আগে আমাদের পূর্বপুরুষ এখানে এসেছিলেন। আমাদের ধমনীতে তাই ৫০০০ বছরের ডিএনএ। ২০০০ বছরের ভাষা, ১২০০ বছরের লিখিত ইতিহাস। বাংলা মানে ইউরোপের বাইরে প্রথম নবজাগরণ। বাংলা মানে যুক্তিনিষ্ঠ ভাবনা। এই প্রসঙ্গে বিশ্বকবিকে স্মরণ করে ঋতব্রত বলেন, রবীন্দ্রনাথই প্রথম অশ্বেতকায় মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অথচ অপমান করা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলাভাষাকেই। বলা হচ্ছে বাংলাদেশি ভাষা। স্পষ্ট ইঙ্গিত নিজেপির দিকেই।

