ট্রাম্পের মধ্যস্থতাকে উপেক্ষা, ফের থাইল্যান্ডে হামলা চালাল কম্বোডিয়া

Must read

নম পেন: সরাসরি অমান্য করা হল ট্রাম্পের মধ্যস্থতা। মার্কিন প্রেসিডেন্ট শান্তিচুক্তিতে সই করিয়েছিলেন কম্বোডিয়া এবং থাইল্যান্ডকে (Thailand_Cambodia)। কিন্তু সেই শান্তিচুক্তি কার্যত উপেক্ষা করে চুক্তি ভেঙে কম্বোডিয়া এবং থাইল্যান্ড পরস্পরের উপর হামলা চালাল। থাইল্যান্ডের অভিযোগ, বিনা প্ররোচনায় আচমকাই হামলা চালিয়েছে কম্বোডিয়া। অনুপং সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার ছুঁড়েছে তারা। সোমবার কম্বোডিয়ার (Thailand_Cambodia) আক্রমণে মৃত্যু হয়েছে এক থাইসেনার। গুরুতর জখম হয়েছেন ৭ সেনা। থাইসেনার অভিযোগ, ভোর ৩টে নাগাদ আচমকাই হামলা চালিয়েছে কম্বোডিয়া। সীমান্ত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। থাইল্যান্ডের অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। তাদের পাল্টা অভিযোগ, ভোর ৫টা নাগাদ আসলে হামলা চালিয়েছে থাইসেনাই। লক্ষণীয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ২ দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। চলতি বছরে তা চরম আকার নেয়। গত অক্টোবরে মালয়েশিয়া সফরে গিয়ে দু’দেশের মধ্যে শান্তিচুক্তিতে স্বাক্ষর করান মার্কিন প্রেসিডেন্ট। সেই চুক্তিই ভঙ্গ হল এবারে। পরস্পরের ঘাড়ে দোষ চাপাল দুই দেশ।

আরও পড়ুন-পয়লা বৈশাখকেই মর্যাদা দেওয়া হোক পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবসের

Latest article