শেয়ার বাজারে দু’মাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি হল সোমবার

Must read

নয়াদিল্লি: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকের আগে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতার কারণে ভারতীয় শেয়ারবাজার (Share Market) সোমবার গত দুই মাসের মধ্যে সবচেয়ে খারাপ সেশন দেখেছে। এই দিনে বিদেশি বিনিয়োগকারীদের টানা পুঁজি প্রত্যাহার অব্যাহত ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক ০.৮৬ শতাংশ কমে ২৫,৯৬০.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে, এবং বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ০.৭১ শতাংশ কমে ৮৫,১০২.৬৯ পয়েন্টে নেমে আসে। গত ২৬ সেপ্টেম্বরের পর এটিই ছিল উভয় সূচকের একদিনে সবচেয়ে বড় পতন। এই সেশনে মোট ১৬টি প্রধান খাতের সবক’টিতেই পতন দেখা যায়। বৃহৎ বাজারের তুলনায় অপেক্ষাকৃত ছোট মিড-ক্যাপ   এবং স্মল-ক্যাপ সূচকগুলি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যথাক্রমে ১.৮ শতাংশ এবং ২.৬ শতাংশ হারিয়েছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড-এর তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীরা ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত ১ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের স্থানীয় স্টক বিক্রি করেছেন।

আরও পড়ুন-কৌশলগত সম্পর্ক বজায় রাখতে ভারত সফরে শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যালিসন

Latest article