বিজয়ের জনসভাতে একাধিক শর্ত পুলিশের

পুদুচেরি পুলিশ যদিও সরু রাস্তার কারণ দেখিয়ে বিজয়ের দলকে রোড-শোয়ের জন্য অনুমতি দেয়নি। এছাড়া একাধিক শর্তও আরোপ করেছে পুলিশ।

Must read

কারুরের পদপিষ্টের পরে এই প্রথম জনসভা করতে চলেছেন TVK প্রধান বিজয়। সেপ্টেম্বরে তামিলনাড়ুর (TamilNadu) কারুরে তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম(টিভিকে) দলের প্রতিষ্ঠাতা ও অভিনেতা বিজয়ের শেষ সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। মর্মান্তিক ওই ঘটনায় বিজয়ের দেরিতে আসা এবং আয়োজকদের অব্যবস্থাকেই দায়ী করেছিল প্রশাসন। সেই ঘটনায় এখনও চলছে সিবিআই তদন্ত।

আরও পড়ুন-শ্রীকৃষ্ণর মূর্তিকেই বিয়ে উত্তরপ্রদেশের মহিলার

সেই ঘটনার পরে এই প্রথম আজ, মঙ্গলবার পুদুচেরিতে সভা করতে চলেছেন বিজয়। কোনও রোড শো তিনি করবেন না বলেই জানিয়ে দিয়েছেন এবং এবার বাসের ছাদ থেকে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই চেন্নাই থেকে সভাস্থলে উদ্দেশে রওনা দিয়েছে সেই বাস। পুদুচেরি পুলিশ যদিও সরু রাস্তার কারণ দেখিয়ে বিজয়ের দলকে রোড-শোয়ের জন্য অনুমতি দেয়নি। এছাড়া একাধিক শর্তও আরোপ করেছে পুলিশ।

আরও পড়ুন-জাপানে জোরালো ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা

পুলিশের তরফে বলা হয়েছে পাঁচ হাজার মানুষ এদিনের সভায় অংশ নিতে পারবেন। TVK-র জারি করা কিউ আর কোড মারফত আমন্ত্রণ পেলে তবেই সভায় যোগদান করা যাবে। তামিলনাড়ু থেকে কাউকে এই সভায় ঢুকতে দেওয়া হবে না। TVK-কে পানীয় জল, শৌচালয়, অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে। আগেরবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিজয়ের দলও এবার যথেষ্ট সচেতন। অন্তঃসত্ত্বা, শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন, প্রবীণদের এই সভায় অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে ভাষণ শুনতে বিল্ডিংয়ের ছাদ, গাছ বা ট্রান্সফর্মারের উপরে না চড়ার কথাও। বিজয়ের গাড়ির পিছনে যাতে কেউ ধাওয়া না করেন, সেই বিষয়টিও মাথায় রাখতে বলা হয়েছে দলের তরফে।

Latest article