গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত গেরুয়া রাজ্যের মন্ত্রীর দাদা

মধ্যপ্রদেশের পুলিশ সূত্রে খবর বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাতনা জেলা এলাকায় গাঁজা পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের সন্ধান পাওয়া যায়

Must read

ডবল ইঞ্জিন সরকার মানেই ক্ষমতার অপব্যবহার সেই বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই। এবার বিজেপি (BJP) রাজ্য মধ্যপ্রদেশের খোদ এক মন্ত্রীর দাদার বিরুদ্ধে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের একটি গ্যাংকে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই এই কথা জানতে পেরেছে পুলিশ। মধ্যপ্রদেশের পুলিশ সূত্রে খবর বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাতনা জেলা এলাকায় গাঁজা পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৬ কেজি গাঁজা ও গ্রেফতার হয়েছে দু’জন। তাঁদের মধ্যেই আছেন অনিল বাগরি।

আরও পড়ুন-SIR ইস্যুতে আজ সংসদে সরকার – বিরোধী আলোচনা

অনিল মধ্যপ্রদেশের নগর উন্নয়ন এবং আবাসন দপ্তরের মন্ত্রী প্রতিমা বাগরির দাদা। অতিরিক্ত পুলিশ সুপার প্রেমলাল কুরভে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মারাহুয়ান গ্রামের পঙ্কজ সিংয়ের বাড়িতে রামপুর বাঘেলাম থানার পুলিশ অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৪৬ কেজি গাঁজা যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ওই গাঁজা একটি টিনের শেডের নীচে বস্তায় লুকিয়ে রাখা ছিল। গ্রেফতার করা হয় পঙ্কজ সিংকে। জেরায় পঙ্কজ জানিয়েছেন গত ৪ ডিসেম্বর একটি গাড়ি করে তাঁর বাড়িতে ওই গাঁজা নিয়ে এসেছিলেন অনিল বাগরি। ছত্তিসগড় থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন-বিজয়ের জনসভাতে একাধিক শর্ত পুলিশের

এরপরে অনিলের বাড়িতে তল্লাশি চালানো হয়। সোমবার অনিল এবং পঙ্কজকে আদালতে তোলা হলে দু’জনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অনিল জানিয়েছেন যে তাঁর শ্যালক শৈলেন্দ্র সিং-এর অনুরোধে তিনি ওই গাঁজা পঙ্কজের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। গাঁজা পাচারের অভিযোগে কিছুদিন আগেই শৈলেন্দ্রকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ। সেখানকার বান্দা জেলে বন্দি তিনি বর্তমানে। শৈলেন্দ্রকেও জেরা করা হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলবে।

 

Latest article