কেন্দ্রের নয়া শ্রম কোড বাংলায় লাগু না হওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। এবার তা রাজ্যের হাতে এসে পৌঁছেছে। সেখানে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে শর্ত দিয়েছে কেন্দ্র। কোচবিহারে রাসমেলার মাঠে জনসভা থেকে এই শর্তগুলি অসম্মানজনক এবং অপমানজনক বলে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) জানান, বাংলা কোনওদিন কেন্দ্রের কাছে মাথা নত করেনি করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। তাঁর কথায়,”হঠাৎ করে গত পরশু দিন একটা চিঠি দিয়েছে আমাদের এক বছর পর। তাতে বলছে ৬ ডিসেম্বর থেকে শর্ত দিয়েছে। নয়া শ্রম কোড। ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে, সময় কোথায়? এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে নির্বাচন। একটা গ্রামে মাত্র ১০ জন কাজ পাবে। হয় কখনও? একটা পরিবারেই তো ১০টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন? আর কবে কাজ দেবেন? আমি বলি এই কাগজটা ভ্যালুলেস। এর কোনও ভ্যালু নেই। ”
আরও পড়ুন- গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত গেরুয়া রাজ্যের মন্ত্রীর দাদা
কেন্দ্রকে একহাত তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন,”আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রীর ৭৫ দিন এবার কাজ হয়েছে। ৭০ দিন হয়ে গিয়েছে। আরও ৭৫ থেকে ৮০ দিন করব। ১০০ দিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।”

