সোনালিকে আর্থিক সাহায্য কাজলের

রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে বুধবার সোনালি বিবির শারীরিক অবস্থার খবর নিয়ে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

Must read

সংবাদদাতা, বীরভূম : রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে বুধবার সোনালি বিবির শারীরিক অবস্থার খবর নিয়ে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দেখা করার পর কাজল শেখ জানিয়েছেন, বর্তমানে সোনালি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।

আরও পড়ুন-ছোটদের বিরল শীতরোগ

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, কোনওভাবেই যেন সোনালি বিবির চিকিৎসার কোনও গাফিলতি না হয়। উনি কেমন আছেন প্রত্যেক মুহূর্তে খবর নিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল জানিয়েছেন, এদিন সোনালির হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন, যাতে ওঁর পরিবারটি স্বাবলম্বী হতে পারে। যদিও মুখ্যমন্ত্রী ওঁর পরিবারকে সমস্ত রকমের সাহায্য করেছেন। আমরাও মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে সাধ্যমতো আর্থিক সাহায্য করলাম। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কাজল বলেন, সোনালি বিবি ভারতীয়, তার সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাঁদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ফিরিয়ে আনার জন্য আইনি লড়াই লড়েছেন। কেন্দ্রকে বার্তা দিয়েছেন, বাংলায় কথা বললে যদি কোনও বাঙালিকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠানো হয় তাহলে মা মাটি মানুষের সরকার চুপ করে বসে থাকবে না। এখনও সোনালির স্বামী বাংলাদেশে। মুখ্যমন্ত্রী রাজ্যসভা সংসদ সামিরুল ইসলামকে নির্দেশ দিয়েছেন, ওঁদের যেন অবিলম্বে রাজ্যে নিজের জেলায় বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

Latest article