আইএনটিটিইউসি প্রতিষ্ঠা দিবস, ঘাটালের প্রতিটি ব্লকে উদযাপন

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লক আইএনটিটিইউসি ব্লক সভাপতি শেখ আলতাফ আলি, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া প্রমুখ।

Must read

সংবাদদাতা, ঘাটাল : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র প্রতিষ্ঠা দিবস আজ, মঙ্গলবার। এই প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল সংগঠনিক জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে দিনটি উদযাপন করা হচ্ছে। সেই মতো ঘাটাল সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি সনাতন বেড়ার নির্দেশে, প্রতিটি ব্লকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন-সেজে উঠছে শুশুনিয়া, পর্যটকেদের অপেক্ষায় ব্যবসায়ীরা

মঙ্গলবার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নম্বর ব্লকের পরপরয়াড়া ৬/২ অঞ্চলে আইএনটিটিইউসি’র উদ্যোগে এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে মিছিল সহকারে এই দিনটি উদযাপিত হয়। বিকেলে সবং ব্লকে একটি সভা হয়৷ ছিলেন সনাতন বেরা, সবংয়ের আইএনটিটিইউসি’র ব্লক সভাপতি বিপুল মাইতি প্রমুখ। এদিন ডেবরায় একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লক আইএনটিটিইউসি ব্লক সভাপতি শেখ আলতাফ আলি, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া প্রমুখ।

Latest article