মুম্বইয়ে র‍্যাম্পে হাঁটবেন মেসি, সঙ্গী সুয়ারেজও

১৪ বছর পর আবার তিনি আসছেন কলকাতায়। তবে আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির এবার পা পড়বে কলকাতা-সহ ভারতের চার শহরে।

Must read

প্রতিবেদন : ১৪ বছর পর আবার তিনি আসছেন কলকাতায়। তবে আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির এবার পা পড়বে কলকাতা-সহ ভারতের চার শহরে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কলকাতা, মুম্বই, দিল্লি ও হায়দরাবাদে। শুক্রবার মধ্যরাতে শহরে আসছেন মেসি। শনিবাসরীয় যুবভারতীতে ১ ঘণ্টা ২০ মিনিটের জমকালো অনুষ্ঠানের সূচি আগেই প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের মেসি-মায়াও আকর্ষণীয় হতে চলেছে।
আরব সাগরের তীরে শচীন তেন্ডুলকর, রোহিত শর্মাদের সঙ্গে একই মঞ্চে থাকবেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে মানবিক কারণে আয়োজিত ফ্যাশন শোয়ে র‍্যাম্পে হাঁটতে দেখা যাবে। সেখানে মেসির গত বিশ্বকাপ জয়ের স্মারক নিলামে উঠতে পারে। তাঁকে বিশ্বকাপের কিছু স্মারক সঙ্গে আনার জন্য আয়োজকদের তরফে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন-কুৎসাকারীরা হুঁশিয়ার! এগিয়ে চলেছে বাংলার সরকার

৪৫ মিনিটের বিশেষ ফ্যাশন শোয়ে মেসি ও তাঁর দীর্ঘদিনের ক্লাব সতীর্থ উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজের পুনর্মিলন দেখবেন অনুরাগীরা। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর উদ্যোক্তা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত বলেছেন, মেসির সঙ্গে র‍্যাম্পে হাঁটতে পারেন সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রডরিগো ডি পল। ফ্যাশন শো হবে সম্পূর্ণ মানবিক কারণে। ১৪ ডিসেম্বরের সংরক্ষিত রাত মুম্বইয়ে। সেলিব্রিটি মডেল, তারকা ক্রিকেটার, ধনকুবের, বলিউড তারকারা উপস্থিত থাকবেন। স্প্যানিশ মিউজিক শোয়ে অংশ নেবেন সুয়ারেজ।
কলকাতা পর্বে মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেকটাউনে মেসির ৭০ ফুটের বিশাল মূর্তি উদ্বোধন করবেন মেসি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মূর্তিতে তুলির শেষ টান দিতে ব্যস্ত শিল্পী মন্টি পাল। যিনি দিয়েগো মারাদোনারও মূর্তি তৈরি করেছিলেন। নিরাপত্তার কারণে মেসি সশরীরে লেকটাউনের শ্রীভূমি ক্লাবে গিয়ে নিজের মূর্তি উদ্বোধন করতে পারবেন না। পুলিশ আগের সূচি বাতিল করেছে। বাইপাসের ধারের হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করবেন ফুটবলের জাদুকর। যুবভারতীতে মেসি মায়ার সাক্ষী থাকবেন ৭০ হাজারের উপর মানুষ। শতদ্রু বলেন, প্রচুর চাহিদা থাকায় ৭৫ হাজার আসন রাখা হচ্ছে। কাউন্টার থেকে ফের টিকিট বিক্রি শুরু হয়েছে।

Latest article