বন্দে মাতরম-এর জায়গায় বন্দে ভারত! বিজেপির সাংসদকে তোপ তৃণমূলের

Must read

বন্দে মাতরম-এর (Vande Mataram_TMC) জায়গায় বন্দে ভারত! বিজেপি বন্দে ভারত থেকে বেরতেই পারছে না। বিজেপি লোকসভার সাংসদ বক্তৃতা দিতে উঠে একবার নয় দুবার বন্দে মাতরমের জায়গায় বললেন বন্দে ভারত! এঁরা বিজেপি সাংসদের নামে লজ্জা। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা! কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী ইন্দর সিং পারমার রাজা রামমোহন রায়কে বলেছিলে, তিনি নাকি দেশপ্রেমিক নন, সন্ত্রাসবাদী! এঁরা নাকি দেশপ্রেমিক! ধিক্কার!

আরও পড়ুন- চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে জানিয়েছে, “এরা কি আদৌ দেশপ্রেমিক? যাঁরা ‘বন্দে মাতরম্’ (Vande Mataram_TMC) বলতে গিয়ে বারবার বন্দে ভারত বলে, তারা কোন মুখে দেশভক্তি, রাষ্ট্রবাদের কথা বলে?
বিজেপির বড় আদরের সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে দাঁড়িয়ে একবার নয়, দু’বার করে বন্দে মাতরম্-এর জায়গায় বললেন বন্দে ভারত! ক্ষমার অযোগ্য বিজেপির এসব নেতারা। যাদের দলের শীর্ষ নেতৃত্বই ভারতের মহান মনীষীদের অসম্মান করে, তাদের শাগরেদরা তো এমনই হবে। ধিক্কার!”

Latest article