করাচিকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

Must read

প্রতিবেদন : মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে করাচি সিটি এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচটিকে ভারত-পাকিস্তান দ্বৈরথ হিসেবে দেখা হচ্ছিল। ফুটবলের ময়দানে পাক দলকে উড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মেয়েরা। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের করাচি সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল ‘মশাল গার্ল’রা। ইস্টবেঙ্গলের দুই গোলদাতা সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষেই রইল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে ভুটানের দলকে চার গোলে হারিয়েছিল তারা। পাক দলটির বিরুদ্ধে শুরু থেকে দাপট দেখিয়ে শুরুর পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন সুলঞ্জনা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে মিনিট চারেকের মধ্যে গোল করে ব্যবধান বাড়ান নানজিরি। রাউন্ড রবিন লিগে আরও দু’টি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। গ্রুপ শীর্ষে থাকা দল ফাইনালে খেলবে। করাচি সিটিকে হারিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-কলকাতায় আসছি, বার্তা শাহরুখের

Latest article