প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল (Shivraj Patil)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রপকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,”প্রবীণ জননেতা, লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের মৃত্যুতে আমি শোকাহত। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার একজনসদস্য হিসেবে আমার মেয়াদকালে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার দিনগুলি স্মরণ করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন- ওদের অস্ত্র নাকি এসআইআর ঝেঁটিয়ে করব পগার পার

শিবরাজ পাতিল (Shivraj Patil) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। পরে ২০১০-১৫ সাল পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসনিক পদের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে আর সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।

Latest article